আরো একবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

আরো একবার উত্তপ্ত হয়ে উঠলো ত্রিপুরা৷ ভোটের প্রচারে গিয়ে রবিবার আগরতলায় গ্রেফতার হন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ৷ গতকাল দিনভর দফায় দফায় সংঘর্ষের পর আজ সোমবার ত্রিপুরায় রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

আগরতলায় তৃণমূলের প্রচার নিয়ে রাজনৈতিক জটিলতার মধ্যে অভিষেকের ত্রিপুরা সফল নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সকালেই জানিয়ে দিয়েছেন, পদযাত্রার অনুমতি না মিললেও অভিষেক ত্রিপুরা যাবেন। এদিন সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ত্রিপুরায় তাঁর কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘যা বলার ত্রিপুরায় নেমেই বলব৷’

এদিকে, আইন শৃঙ্খলার ওজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় পদযাত্রার অনুমতি দেয়নি সে রাজ্যের পুলিশ৷ তবে অনুমতি না পেলেও সোমবার আগরতলায় পথসভা করার চেষ্টা করা হবে বলেও জানান কুণাল। সোমবার সকালে টুইটে তিনি লেখেন ‘অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে! রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব। বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন। এখানে অবস্থা খুব খারাপ। গুন্ডারা ঘুরছে।’ পরে কুণাল লেখেন, ‘তবে অভিষেক আসছেন।’ 

এদিকে রাজ্যে সায়নী ইস্যুতে বিপ্লব দেব সরকারের সমর্থনে সুর চড়িয়েছেন বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রাতঃভ্রমণে বেড়িয়ে তিনি বলেন, ‘‘ওখানে গিয়ে ‘খেলা হবে’ স্লোগান তুললে ত্রিপুরা পুলিশ যা করেছে, সেট ঠিক হয়েছে।” 

Leave a Reply