বদল এলো স্কুল খোলার নিয়ম

করোনা আবহে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার সবে মাত্র খুলছে স্কুল৷ গত মঙ্গলবার ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস৷ প্রথমে বলা হয়েছিল সোম থেকে শনি প্রতিদিনই স্কুল হবে৷ কিন্তু ক্লাস শুরু হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের রুটিন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে৷ এত দিন বন্ধ থাকার পর স্কুল খুলেছে৷ এখনই রোজ ক্লাস কেন? শুরু থেকেই বা কেন এত বেশি স্কুলে থাকতে হবে? প্রশ্ন উঠতেই বিষয়টি পর্যালোচনা করে নতুন বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ৷ 

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম,বুধ, শুক্র হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস৷ মঙ্গল ও বৃহস্পতিবার হবে নবম ও একাদশ শ্রেণির ক্লাস৷ সকাল ১০টা ৫০ মিনিট থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ক্লাস চলবে৷ তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত৷ শনিবার স্কুল বন্ধ থাকবে৷ ওই ক্লাসের বদলে অভিভাবকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করা হতে পারে৷ 

প্রথমে বলা হয়েছিল, সোম থেকে শনি প্রতিদিন নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে৷ নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত৷ দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত৷ ক্লাস শুরুর আধ ঘণ্টা আগেই পড়ুয়াদের স্কুলে চলে আসতে হবে৷ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের এই রুটিন নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক মহলের একাংশ৷ 

এই বিষয়টি শুক্রবার পর্যালোচনা করে দেখা হয়৷ পড়ুয়াদের উপর চাপ কমাতে এবং সুষ্ঠভাবে ক্লাস সম্পন্ন করতে দিল্লির জোড়-বিজোড় ফর্মুলায় নয়া রুটিন দেয় মধ্যশিক্ষা পর্ষদ৷ 

Leave a Reply