কোরিয়ানদের মতো ত্বক চান? রইল মুশকিল আসান

কোরিয়ানরা তাদের গ্লাস স্কিনের জন্য জনপ্রিয়। তাদের মতো সুন্দর, চকচকে, দাগ মুক্ত ত্বক সকলেই চায়। কোরিয়ানদের সুন্দর ত্বকের পিছনে কিন্তু রয়েছে একাধিক রহস্য এবং যত্ন। কোরিয়ানরা তাদের ত্বকের জন্য ছোটবেলা থেকেই যথেষ্ট সময় দেয় এবং যত্ন নেয়। তারা স্কিন কেয়ার মেনে চলে সুন্দর ত্বকের জন্য। কয়েক বছর ধরে তাদের স্কিন কেয়ারের বিভিন্ন টিপস্ বাজারে ঘোরাফেরা করছে। কিন্তু কোনটি আসল বুঝবেন কী করে? চলুন জেনে নেওয়া যাক।

ডবল ক্লিনজিং
ডবল ক্লিনজিং কোরিয়ান স্কিন কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে তেল বা তেল জাতীয় কোন ক্লিনজিং মিল্ক দিয়ে নিজের মুখের সমস্ত মেকআপ ময়লা রিমুভ করে নিতে হবে। এরপর ভালো কোন ওয়াটার বেসড ফেসওয়াস দিয়ে মুখটা আরও একবার ক্লিন করে নিতে হবে।

টোনার
টোনারও কোরিয়ান স্কিন কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ।

সিরাম
কোরিয়ান স্কিন কেয়ার এ সিরাম ছাড়া কোন গতি নেই। ত্বকের আদ্রতা ধরে রাখতে সিরামের জুড়ি মেলা ভার। বাজার চলতি এখন অনেক ধরনের সিরাম পাওয়া যায়। নিজের ত্বক অনুযায়ী সঠিকটা বেছে নিতে হবে।

মশ্চারাইজার

মশ্চারাইজার ছাড়া স্কিন কেয়ার হয়েই না। তাই ত্বকের যত্নে মশ্চারাইজার মাস্ট। দিনে অন্তত তিনবার স্কিনকে মশ্চারাইজ করতে হবে।

এর পাশাপাশি ব্যবহার করতে হবে শীট মাস্ক। পিল অফ মাস্ক। সাথে পর্যাপ্ত পরিমাণে জল এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম।