এই প্রথম সোনার দাম ৭১ হাজার পার করল, সাথে কত হলো রুপো?

সোনার কেনা তো দূরের কথা তাকাতেও ‘ফোস্কা’ পড়ছে। সোনার দাম শুধু বেড়েই চলেছে। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম যা, সেই মূল্য দিয়ে চাইলেই এক কামরা ফ্ল্যাটের ডাউন পেমেন্ট বা আইফোন ১৫ কিনে নিতে পারবেন। সোনার দাম ৭১ হাজার টাকার গণ্ডি পার করেছে। সমানে সমানে রুপোর দামও টেক্কা দিচ্ছে। রুপোর কেজি দর ৮৪ হাজারে পৌঁছেছে। আজ, সোমবার সোনার দাম একধাক্কায় বেড়েছে ৩ হাজার টাকা। দৈনিক ১ হাজার টাকা করে বাড়ছে রুপোর দামও। কিন্তু হঠাৎ এই মূল্যবৃদ্ধির কারণ কী?

নতুন অর্থবর্ষ শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। আর সোনার দাম নতুন অর্থবর্ষের শুরু থেকেই চড়চড়িয়ে বাড়ছে। সেই দামে চোখে পড়ার মতো ফারাক। উদাহরণ হিসাবে বলা যায়, ২৮ মার্চ যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৭ হাজার ৭০১ টাকা, সেখানেই ৮ এপ্রিল ৭১ হাজার ৮০ টাকায় পৌঁছেছে সোনার দাম। রুপোও পিছিয়ে নেই। সোনার থেকে রুপোর দাম বেশি বেড়েছে এপ্রিল মাসে। আজ রুপোর দাম ৮১ হাজার ৫৯৫ টাকা রয়েছে। শুধু এপ্রিল মাসের প্রথম সাত দিনেই সাত হাজার টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে সোনার দাম।