টফি জেতা নিয়ে কী পূর্বাভাস দিল বিজয় মাল্য

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলিকে নিয়ে পোস্ট করলেন বিজয় মাল্য। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমি যেইসময় আরসিবি এবং বিরাটের জন্য দর হেঁকেছিলাম, তখন জানতাম এটা একেবারে সঠিক ছিল। আমার মন বলছে যে, আরসিবি ট্রফি জিততে পারবেই। এখন থেকে জেতার পালা আমাদের।”

এর আগেও একাধিক বার বিরাটকে বার্তা দিয়েছেন বিজয় মাল্য। আরসিবির প্রাক্তন মালিক বিজয় মাল্য দিল্লির মাটিতে আরসিবি মহিলাদের আইপিএল জেতার পর তার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছিলেন, তিনি লিখেছিলেন, “মহিলাদের আইপিএল জেতায় আমি খুস, আরসিবির মহিলা দলকে শুভেচ্ছা। তবে আরও বেশি খুশি হব যদি আরসিবির পুরুষদের দল এ বার আইপিএল জেতে। অনেক বছর ধরে এই ট্রফি আমাদের পাওনার তালিকায় রয়েছে।”