রবিবারেই বাংলায় প্রবেশ করবে বর্ষা?

বাংলায় কবে ঢুকছে বর্ষা? সকলের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে দুই বঙ্গে চলছে স্বস্তির বৃষ্টি। তবে বর্ষা কবে প্রবেশ করছে? কী জানাচ্ছে আবহাওয়াবিদরা? দেখুন লেটেস্ট আপডেট।

হওয়া অফিস জানাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে মধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় ঝড়বৃষ্টি বহাল থাকবে। এই বছর বাংলায় স্বাভাবিকের থেকে একটু আগেই বর্ষা ঢুকতে পারে। দক্ষিণবঙ্গেও বর্ষা নির্দিষ্ট সময়ের আগেই প্রবেশ করবে।

২০ মে থেকে ২৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়। যার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,এবং নদিয়ায় রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ মে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। বৃষ্টি বহাল থাকবে ২৬ শে মে পর্যন্ত।