চক্রান্ত মমতা ব্যানার্জি করেছিলেন,দেবযানী মায়ের চিঠির প্রসঙ্গে বললেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত ফাঁস হয়ে গেছে। সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের সিআইডি চাপ দিয়ে চিঠি লেখানো প্রসঙ্গে এহেন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার নবান্ন অভিযান সফল করতে হুগলির তারকেশ্বরে মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, মিথ্যা কখনও চাপা থাকে না। এই একই কায়দা করে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল। আজকে সত্য সামনে আসছে। সিবিআইয়ের উচিত যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। আর এদের সেভ কাস্টডিতে নিয়ে যাওয়া। রাজ্য সরকারের অধীনস্থ জেলে না রাখাই উচিত। পাশাপাশি শুভেন্দু বলেন, দেবযানীর মায়ের অভিযোগ নিয়ে তিনি কিছু বলবেন না। চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। চক্রান্ত ফাঁস হয়ে গেছে, এবং যেহেতু সারদা সহ বিভিন্ন চিট ফান্ড কেস সিবিআই দেখছে। সিবিআইয়ের দেখা উচিত ঠিক করে তদন্ত করে। আমাদের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন কেস ফাইল করে আসতে। আমরা কেস ফাইল করেছি।

উল্লেখ্য, মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা। সিবিআইকে লেখা চিঠিতে দেবযানীর মায়ের অভিযোগ,গত ২৩ আগস্ট দমদম জেলে গিয়েছিলেন সিআইডির আধিকারিকেরা। সেখানেই দেবযানীর উপর চাপ সৃষ্টি করেছেন আধিকারিকেরা। চাপ দেওয়া হচ্ছে যাতে দেবযানী বলেন, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদা থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন। তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলে বয়ান দিতে দেবযানিকে চাপ দিচ্ছে সিআইডি। অভিযোগ না করলে দেবযানীকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের বিস্ফোরক চিঠি প্রকাশ্যে আসতেই সরগরম রাজনৈতিক মহলে।