মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি,বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা

মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি। এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা। কেন চাপ? সারদা থেকে ৬ কোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী। এমনটাই নাকি বলতে হবে দেবযানীকে। জেলে গিয়ে দেবযানীর উপর চাপ সৃষ্টি করেছে রাজ্য তদন্তকারী সংস্থা।এমনটাই অভিযোগ দেবযানীর মায়ের।

২০১৪ সাল থেকে দমদম জেলে বন্দী সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। এবার তাঁর মা বিস্ফোরক অভিযোগ তুললেন। সিবিআইকে লেখা চিঠিতে দেবযানীর মায়ের অভিযোগ, গত ২৩ আগস্ট দমদম জেলে গিয়েছিলেন সিআইডির আধিকারিকেরা। সেখানেই দেবযানীর উপর চাপ সৃষ্টি করেছেন আধিকারিকেরা। চাপ দেওয়া হচ্ছে যাতে দেবযানী বলেন, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদা থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন। তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলে বয়ান দিতে দেবযানিকে চাপ দিচ্ছে সিআইডি। অভিযোগ না করলে দেবযানীকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের বিস্ফোরক চিঠি প্রকাশ্যে আসতেই সরগরম রাজনৈতিক মহলে।

এদিকে, শুভেন্দু অধিকারীর টুইট – একসময়ের মর্যাদা সম্পূর্ণ সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিচ্ছে সিআইডি।

দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের করা অভিযোগের তদন্ত চাইছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, ভয়ংকর অভিযোগ তদন্ত হওয়া উচিত। তদন্ত যদি সত্যি হয় সমস্ত সিআইডি আধিকারিকদের চাকরি যাওয়া উচিত। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন সুকান্ত।