মে মাস থেকেই বর্ধিত ডিএ ব্যাঙ্কে ঢুকবে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডিএ ৪% বৃদ্ধি পাবে। অবশেষে সেই বর্ধিত ডিএ হাতে পেলেন সরকারি কর্মচারীরা।

এই মাস থেকেই বেতনের সঙ্গে বাড়তি ডিএ পাবেন সরকারি কর্মীরা। এই খবরে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও, অনেকেই এখনও বর্ধিত ডিএ-র দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে চলছে এই মামলা। শেষমেশ সর্বোচ্চ আদালত কী রায় দেয়, সেটাই দেখার বিষয়।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এছাড়াও তাঁদের আরও অনেক ভাতা বৃদ্ধি পেয়েছে।