বড়ো স্বস্তি, করোনায় শূন্য হলো মৃত্যুর সংখ্যা

চলতি বছেরের শুরুতেই হুঁ হুঁ করে বেড়েছিলো করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এবার দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যু একেবারে শূন্য হয়েছে আজও। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৩৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৯১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ একজনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৮০ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১১৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ১৪৫ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই করোনা পরীক্ষা সংক্রান্ত বিধিতেও ছাড় দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে, সব ক্ষেত্রে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়। কোন কোন ক্ষেত্রে পরীক্ষা করাতে হবে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে৷ বলা হয়েছে, যাঁদের দাঁতের সমস্যা তাঁদের উপসর্গ থাকলে অবশ্যই টেস্ট করাতে হবে৷ কারণ দাঁতের সার্জারির জন্য চিকিৎসককে রোগীর খুব কাছাকাছি যেতে হয়৷ আগেই সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।