আজ তলব মহুয়াকে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে তৃণমূল নেত্রী তথা কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করল ইডি। আজ ২৮ মার্চ ইডির সদর দফতরে উপস্থিত হতে বলা হয়েছে।

মহুয়ার পাশাপাশি ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও ডেকে পাঠানো হয়েছে। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় মহুয়াকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেও এই মামলায় তৃণমূল নেত্রীকে তলব করা হয়েছিল। তবে সেবার ইডি আধিকারিকদের মুখোমুখি হননি তিনি।

প্রসঙ্গত, ‘প্রশ্ন ঘুষ কাণ্ডে’ জড়িয়ে সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়ার। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন তিনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালেও এই নিয়ে সরব হয়েছিল বিজেপি।