বকেয়া কর আদায়ের পথে অর্থ দফতর

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় খবর সরকারের তরফে। র্দীঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান করতে রাজ্যে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এবার করা হবে গাড়ি গণনা। রাজ্যে গাড়ির সংখ্যা নির্দিষ্ট ভাবে জানতে লোকসভা নির্বাচনের পরেই এই কাজ শুরু হবে। এই সমীক্ষার কাজে সম্মতি মিলেছে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।

গাড়ির বকেয়া কর আদায়ের জন্য বছরের প্রথমে আরম্ভ করা হয় ‘ওয়েভার স্কিম’। পরিবহণ কর্তারা আশা করেছিলেন প্রায় ৫০০ কোটি টাকা আয় হবে এই স্কিমের মাধ্যমে। কিন্তু মাত্র ১৬৭ কোটি টাকা আদায় হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে।

প্রত্যাশার থেকে এত কম পরিমাণ রাজস্ব আদায় কেন হল তা নিয়ে পরিবহণ দপ্তর ভাবনা-চিন্তা শুরু করে। পর্যালোচনা করে দেখা যায় যে সংখ্যক গাড়ি রাজ্যের কাছে উল্লেখিত আছে, তার থেকে রাস্তায় চলাচল করে অনেক কম সংখ্যক গাড়ি। জানা গেছে, তাই পরিবহণ দপ্তর গাড়ি গণনা করতে চলেছে।