নন্দীগ্রামে আরও একটু শক্ত হল রাজ্যের বিরোধী দলের পায়ের তলার মাটি

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে একটু একটু করে খুঁটি শক্ত করছে রাজ্যের বিরোধী দল। রাজ্য-রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে পায়ের তলার মাটি আরও শক্ত হল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির।

এবারে আরও একটি পঞ্চায়েত এল গেরুয়া শিবিরের ঝুলিতে। নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতি লটারির মাধ্যমে দখল করল বিজেপি। ফলে নন্দীগ্রামের দুটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলেই রাখতে পারল বিজেপি। রাজ্যের রাজনীতির আঙিনায় অন্যতম চর্চার বিষয়বস্তু হল নন্দীগ্রাম।

গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোটে পরাজিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ২৩ এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের দখল কার হাতে থাকবে তা নিয়ে সবার কৌতুহল ছিল অপরিসীম। নন্দীগ্রাম ১ ব্লকের পঞ্চায়েত সমিতিতে লটারিতে জয়ী হয়ে সভাপতির আসনে বিজেপি।