উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল উত্তর দিনাজপুরে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে চলছে বোর্ড গঠন প্রক্রিয়া। তবেও তাতেও বদলায়নি অশান্তির চিত্র। রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া।

অভিযোগ, বিধানসভা এলাকার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙি এলাকায় শাসকদলেরই দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে গুলি পর্যন্ত চলে। সবমিলিয়ে ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১৪ জন।

আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের অঞ্চল সভাপতি আবদুল হকের দিকে।