শক্তিক্ষয় হলো ঝড়ের

আতঙ্ক ছিল বিগত বেশ কয়েক দিন ধরেই, সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু আদতে মিললো স্বস্তি। ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? ঘূর্ণিঝড় ‘আসানি’ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, এর প্রভাবে বাংলায় বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই৷ উপকূলে জলোচ্ছ্বাস হবে না। আজ আরও বড় স্বস্তি মিলল। এদিন জানান হয়েছে যে, ‘আসানি’ শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার সকালের মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এতএব যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল তা এখন আর নেই।

মৌসম ভবন জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে ‘আসানি’, তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলে যাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। তারপর অন্ধ্রপ্রদেশ উপকূল লাগোয়া অঞ্চলে বিশাখাপত্তনম উপকূলে ধরে এগিয়ে যাবে সেটি। সেই কারণে এই অঞ্চলের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ। এর পাশাপাশি ওড়িশা উপকূলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, শক্তি কমে গেলেও ‘আসানি’ ঝোড়ো হাওয়া বহাল রাখবে। হাওয়া অফিস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। অন্যদিকে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্তও যেতে পারে।

হাওয়া অফিস এও জানিয়েছে, দুর্বল ‘আসানি’র প্রভাবে বাংলায় বড়সড় কোনও বিপদের সম্ভাবনা নেই। ঝড় বা সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনাও নেই। একেবারে বাংলার গা ঘেঁষে বেরিয়ে যাবে ঝড়৷ তবে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না রাজ্য। শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ পাঁচট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।