লখনউয়ের বিরুদ্ধে ১ উইকেট নিলেও, মালিঙ্গার রেকর্ডে থাবা বসালেন নারিন

২০২৪ আইপিএলে ব্যাট হাতে আগুনে মেজাজে তো রয়েছেনই, সেই সঙ্গে সুনীল নারিন বল হাতেও কিন্তু নজর কাড়ছেন। এবার আইপিএলে তিনি এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ফেলেছেন। তাঁর ইকোনমি রেটও অত্যন্ত ভালো- ৬.৬১। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় প্রথম দশ জন বোলারের মধ্যে একমাত্র জসপ্রীত বুমরাহের ইকোনমি রেট নারিনের চেয়ে সামান্য ভালো। বুমরাহের ইকোনমি রেট ৬.২৫।

আর রবিবার বল হাতেই সুনীল নারিন বড় নজির গড়ে ফেললেন। লসিথ মালিঙ্গার বিরল রেকর্ড স্পর্শ করে ফেললেন। একটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার এদিন নজির গড়লেন নারিন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে উইন্ডিজের তারকা অলরাউন্ডার ১ উইকেট তুলে নেন। সেই সঙ্গে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মালিঙ্গাকে মোট ১৯৫টি উইকেট নিয়ে স্পর্শ করেন।

এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মালিঙ্গা ১৯৫টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। সেই কৃতিত্বে এদিন নারিন ভাগ বসালেন। এই তালিকায় দুইয়ে যৌথ ভাবে রয়েছেন ভুবনেশ্বর কুমার এবং ডোয়েন ব্র্যাভো। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভুবি মোট ১৫৪টি উইকেট নিয়েছেন। আর ব্র্যাভো চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫৪টি উইকেট নিয়েছেন। এছাড়া যুজবেন্দ্র চাহাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে নিয়েছেন ১৩৯টি উইকেট।