দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

শীতের মরশুমে শুরু হতেই, রাজ্য জুড়ে চারিদিকে মেলার উৎসব। এই পরিস্থিতিতে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা নিয়ে চলছে জল্পনা। এই পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী হলফনামায় জানিয়েছে, এবছর তাঁরা অনুমতি দিতে পারছেন না। কারণ পরিবেশ আদালতের নির্দেশ মানা হয় না। যদিও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান হয়েছে আদালতের মারফৎ।

জানা গিয়েছে, পৌষমেলা নিয়ে বিশ্বভারতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার করছে কিনা তা আগামী ৩ দিনের মধ্যে আদালতে জানাতে হবে। তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছে আদালত সেই প্রেক্ষিতে নির্দেশ দেবে। এর পাশাপাশি শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে অন্য বিকল্প জায়গার খোঁজ রাখতে বলেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আসলে আগামী ২৩ ডিসেম্বরে পৌষমেলা শুরু হওয়ার কথা। কিন্তু মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি বিশ্বভারতী।

এই ঘোষণার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বোলপুরের এক বাসিন্দা গুরুমুখ জেঠওয়ানি। এদিকে আদালতে বিশ্বভারতীর আগেই দাবি করে জানিয়েছিল, শর্তসাপেক্ষে বিগত বছরগুলিতে মেলার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত। কিন্তু শর্ত মানা হয় না। ব্যবসায়ীরাসহ অন্যান্য ব্যক্তিরা শর্ত মানার উৎসাহ দেখায় না। ফলে পরিবেশ আদালতে বিড়ম্বনায় পড়তে হয় বিশ্ববিদ্যালয়কে। এখন এটাই দেখার, অবশেষে কী হয়।