কলকাতার অজানা জায়গার হৃদিস

জন্ম থেকেই কলকাতায় থাকেন অথচ বেশ কিছু জায়গা যা কলকাতাতেই অবস্থিত, আপনার অচেনা হতে পারে। আজ আপনাদের জন্য রইল এমন কয়েকটি জায়গার খোঁজ, যা বহু আপনার মত বহু কলকাতাবাসীর কাছে অজানা। কারণ কলকাতা শহরঐতিহ্যবাহী জায়গা। এই ঐতিহ্যপূর্ণ শহরে সুন্দর ঐতিহ্য সম্পূর্ণ জায়গার অভাব নেই। দেখে নিন কী কী রয়েছে সেই তালিকায়।
নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ মন্দির: এই মন্দিরটি কলকাতার বুকে অবস্থিত। জাপানি বৌদ্ধ মন্দির এটি একটি। যা কলকাতার ঢাকুরিয়া লেকে অবস্থিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন নিচিদাতসু ফুজি। সকাল ৬ঃ০০ টা থেকে সন্ধে 6টা অব্দি যেকোন সময় আপনি এই মন্দিরে প্রবেশ করতে পারবেন।

মল্লিক বাজার: কলকাতার সব থেকে বড় ফুল বাজার এটি। মল্লিক বাজারে প্রায় সমস্ত প্রান্তের ফুল বিক্রেতা এবং ক্রেতারা হাজির হন রোজ। ভোর চারটে থেকে এখানে শুরু হয় মানুষের আনাগোনা। যারা ছবি তুলতে ভালোবাসেন কিংবা ফুল ভালোবাসেন তারাও এই বাজার পরিদর্শন করতে পারবেন। গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, সূর্যমুখী বিভিন্ন ধরনের ফুল এই বাজারে দেখতে পাওয়া যায়।