সিবিআই-এর হাতে গেলো তদন্তের ভার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে  চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠল মামলা।

মামলাকারীদের অভিযোগ, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। সবমিলিয়ে যার পরিমাণ মোট ৫০ কোটি টাকা। বিনিয়োগকারীদের থেকে নেওয়া টাকা বাজারে ঋণ হিসাবে খাটিয়ে, সঠিক সময়ে সকলে ফেরত পাবেন জানানো হয়েছিল সংস্থার তরফে।

বিচারপতির কড়া নির্দেশ, “সিআইডির হাত থেকে তদন্তের ভার সিবিআই এবং ইডিকে দেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদ করা এবং প্রয়োজনে হেফাজতে নেওয়ার ব্যাপারেও তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। এখানে সিআইডির আর তদন্ত করার কোনও প্রয়োজন নেই।”