উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে বিজেপি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগ এর দাবিতে অবস্থান বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টি।

গতকাল SSC নিয়োগে ব‍্যাপক দুর্নীতি মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSC এর প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যকে CBI গ্রেপ্তার করে। একারণে রাজ‍্য শিক্ষা ব‍্যবস্থায় অত‍্যন্ত লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হয় সারা রাজ‍্য তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে।

এই জঘন্যতম কর্মকান্ডে অভিযুক্ত উপাচার্যকে ধিক্কার জানাতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে “ছিঃ VC ছিঃ ” বলে ধিক্কার প্রদর্শন করা হচ্ছে। এদিনের ধিক্কার কর্মসূচিতে বিজেপির একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।