আচমকাই ইডির হানা কলকাতায় মহানগরীর বুকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডি হানা দিলো শেক্সপিয়র সরণি ও ম্যাঙ্গো লেনের একটি বেসরকারি সংস্থার অফিসে।

ওই দুই জায়গাতেই অফিস থাকা ‘গেটওয়ে ফাইন্যান্সিয়াল’ সংস্থার বিরুদ্ধে ওঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগ। তবে এই দুটি জায়গা ছাড়াও শহরের আরও কিছু জায়গায় একই অভিযোগের ভিত্তিতে তল্লাশি করছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল। জানা গিয়েছে যে ঐ সংস্থাটি শেয়ার মার্কেট, বৈদেশিক মুদ্রার আদান প্রদান, আইপিও-র সাথে যুক্ত ছিল। গত ১৬ বছর ধরে এই কোম্পানির অফিস চলছে ঠিকানাগুলিতে।

কোম্পানিটির বিরুদ্ধ মামলা রয়েছে একাধিক। আপাতত অফিসের নথিপত্র ভালো করে খুঁটিয়ে দেখে তথ্য উদ্ধারের চেষ্টা করেছে ইডি। শেক্সপিয়র সরণির জেমিশন টাওয়ারে তল্লাশি করার সময় সামান্য কিছু কর্মীর সঙ্গে কথা বলেও দেখেছেন তারা।