প্রায় একত্রিশ জন প্রাথমিক শিক্ষককে কলকাতায় তলব সিবিআই-এর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কোমর বেঁধে ময়দানে সিবিআই। আর এবার নজরে কোচবিহার।

কোচবিহার জেলার ৩১ জন প্রাথমিক শিক্ষককে কলকাতা তলব করেছে গোয়েন্দা সংস্থা সিবিআই। ১০ ও ১১ আগস্ট নথি-সহ তাদের কলকাতার সিবিআই দপ্তরের হাজিরা দিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। এই সমস্ত শিক্ষকই ২০১৬ সালের পর নিয়োগ পেয়েছিলেন।

অন্যদিকে, বাঁকুড়া জেলার ৭ শিক্ষকের তলব পড়তেই তোলপাড়। হাই কোর্টের নির্দেশ চাকরি পাওয়া বাঁকুড়ার শিক্ষকদের কেন্দ্রীয় এজেন্সি তলব করায় কোর্টের মাধ‌্যমে নিয়োগ নিয়েও এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এর মানে এটা নয় যে এই শিক্ষকরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। কারণ বিচারপতি নির্দেশ দিলেও আদালত তাদের সমস্ত নথি ও তথ‌্য যাচাই করেছে। তবেই নিয়োগ পেয়েছিলেন তারা।