প্যারিস অলিম্পিকের আগে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ কুস্তিগির ভিনেশ ফোগাটের

২০২৪ এর জুনেই অনুষ্ঠিত হতে চলেছে প্যারিস অলিম্পিক।আর এই মেগা ইভেন্টে কুস্তিতে ভারতের হয়ে পদক নিয়ে আসার জন্য অন্যতম ভরসা ভিনেশ ফোগাট।  ২০১৮-সালের এশিয়ান গেমসে সোনা জয়ী এই কুস্তিগির ৫০ কেজি বিভাগের ট্রায়ালেও জিতেছেন। কিন্তু তার পরেও প্যারিস অলিম্পিকে তিনি খেলতে পারবেন কিনা সে সম্পর্কে আশঙ্কা প্রকাশ করছেন ভিনেশ।

সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের সময় অন্যতম মুখ ছিলেন ভিনেশ।আর সে কারণেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে।২৯ বছর বয়সি কুস্তিগির নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন । এমনকী তাঁকে মিথ্যে ডোপিং-এর কেসে ফাঁসানোও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। ব্রিজভূষণ শরণ সিং এবং তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ভিনেশের অভিযোগ যে তাঁরা ভিনেশের অলিম্পিকে যাওয়া বন্ধ করার সব রকম চেষ্টা করছেন। জাতীয় দলে যে সব কোচ নিয়োগ করা হয়েছে, তাঁরাও ব্রিজভূষণ ঘনিষ্ঠ এং তাঁরা ম্যাচের আগে তাঁর জলে কিছু মিশিয়েও দিতে পারেন।

তিনি আরও জানিয়েছেন  যে তিনি গত এক মাস ধরে তাঁর কোচ ও ফিজিওর স্বীকৃতির জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন। কারন এই স্বীকৃতি ছাড়া তাঁর পক্ষে খেলতে নামা সম্ভব নয়। কিন্তু তাঁরা এর কোনও উত্তর দেয়নি এবং কেউ সাহায্যও করেনি তাঁকে।তিনি অভিযোগ করেন তাঁকে মানসিক ভাবে হেনস্তা করার সমস্ত চেষ্টা চলছে। তবে ভারতীয় কুস্তি ফেডারেশনের তরফ থেকে বলা হচ্ছে ভিনেশ অনুমতির আবেদন দেরিতে পাঠিয়েছেন। মার্চের ১১ তারিখের মধ্যে কোচ ও ফিজিওর স্বীকৃতির জন্য মেল করতে হত। কিন্তু তাঁর মেল এসেছে নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ পর।যদিও ভিনেশের দাবি, ব্রিজভূষণ সংক্রান্ত ঘটনার জন্যই কুস্তি ফেডারেশন তাঁর সামনে এইরূপ বাধা তৈরির চেষ্টা করছে।