নিম্নমুখী কলকাতার পারদ

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ সোমবারের পর মঙ্গলবারও সামান্য নামল তাপমাত্রা৷ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৭ ডিগ্রির ঘরে৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বাভাবিকের চেয়ে এটাও ১ ডিগ্রি কম। ভোর ও রাতের দিকে শহর কলকাতা সহ সংলগ্ন এলাকায় বেশ ভালোই শিরশিরানি অনুভূত হচ্ছে৷ আগামী পাঁচদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আগামী তিন-চারদিন তাপমাত্রা একই রকম থাকবে৷

আবহবিদরা জানাচ্ছেন, উত্তুরে হাওয়াকে বাধা দিচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা৷ সেটা কাটতেই ঢুকতে শুরু করেছে শীতল হাওয়া। ফলে খুব শীঘ্রই যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে তা স্পষ্ট। দুই বঙ্গেই হু হু করে তাপমাত্রা নামছে৷ উত্তরে পাহাড় সংলগ্ন এলাকায়, বিশেষত সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে।