কোন কারণে RCB হেরে গেলো KKR-এর কাছে?

শুক্রবার যে ম্যাচটি খেলল আরসিবি এবং কেকেআর, তা এবারের আইপিএলের দশম ম্যাচ ছিল। আইপিএলের ২০২৪ সালের প্রথম ন’টি ম্যাচেই হোম টিম জিতেছিল। অর্থাৎ যে দলের হোম ম্যাচ ছিল, সেই দলই জিতছিল। শুক্রবার কেকেআর সেই ধারায় ইতি টেনে দিল। আরসিবির রানে লাগাম টানা, প্রথম ছয় ওভারে আরসিবি ৬১ রান তোলে। যা ১০ ওভারের শেষে ৮৫ রান দাঁড়ায় দুই উইকেটে। যে কোনও দল সেখান থেকে ২০০ রানের গণ্ডি পার করে দিতে চাইবে। কিন্তু সেখানে আরসিবি মাত্র ১৮২ রানেই থেমে যায়। আর চিন্নস্বামীতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সোজা হয়ে যায় কিছুটা, সেটা মাথায় রেখে আরসিবির রানটা কিছুটা কমই ছিল।

নিখুঁতভাবে পিচের চরিত্র নির্ধারণ, চিন্নস্বামী আরসিবির হোমগ্রাউন্ড হতে পারে। কিন্তু শুক্রবার কেকেআর পিচের চরিত্র একেবারে সঠিক বুঝল। নয়া পিচ হলেও সেটি যে ঢিমেগতির, তা বুঝে যান নাইটরা। তাই কেকেআরের বোলাররা ৫১ শতাংশ স্লো বল করেন। যা আরসিবির ব্যাটারদের পক্ষে কাজটা কঠিন করে দেয়। ঠিক সেখানেই ভুল করেছে আরসিবি।