চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। খুব সম্ভবত মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের করতে চাইছে পর্ষদ।
কেউ কেউ বলছে, উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনো এখন কেবল সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ফলাফল ঘোষণার জন্য সংসদ প্রায় তৈরি। মার্কশিট তৈরির কাজও নাকি প্রায় শেষ। সরকারের তরফ থেকে গ্রীন সিগন্যাল মিললেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করবে পর্ষদ।
শোনা যাচ্ছে, আসন্ন মে মাসের প্রথম দিকেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে পর্ষদ। এমন আবহে অনেকেরই ধারণা, আগামী মে মাসে মাধ্যমিকেরও রেজাল্ট বের করবে পর্ষদ। কারণ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মে থেকে একাদশ শ্রেণির শিক্ষাবর্ষ শুরু হবে।