এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

বড়ো ঘোষণা রেলের। উত্তরবঙ্গের এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।গন্তব্য হাওড়া। সোমবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা। তিনি জানিয়েছেন,২০২৩ সালের শেষের দিক থেকেই এই ট্রেন পরিষেবা শুরু হবে। দার্জিলিং মেল এনজেপি থেকে সরে যাওয়ায় জনমানুষে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার হয়েছিল। তবে শেষমেষ রেলের ঘোষণায় নতুন করে স্বস্তি। শুরু হতে চলেছে নয়া রেল পরিষেবা। সেক্ষেত্রে শুরুতেই মালদা থেকে এনজেপি পর্যন্ত রেল ট্র‍্যাকের উন্নতি করা হবে দ্রুত গতির ট্রেন চলাচলের জন্য৷ এরপরেই শুরু হবে বন্দে ভারতের পথ চলা।