অশনি সঙ্কেত, ফের বদলাতে চলেছে আবহাওয়া

রেমাল বিদায় নিয়েছে। তবুও যেন দুর্যোগের কালো মেঘ আর কাটছে না। আজ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, ফের খেলা বদলে যাবে। সপ্তাহান্তে ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দেখে নিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কাল দার্জিলিং এবং কালিম্পঙে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। তিন জেলায় জারি করা হল কমলা সতর্কতা। এইদিন মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৩০ জুন কলকাতায় বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ জুন আবহাওয়া শুষ্ক থাকবে আলিপুর হাওয়া অফিসসুত্রে তেমনটাই খবর।