অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বর্ষণের সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের নানান অংশ।

আজও দক্ষিণের প্রত্যেকটি জেলায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সকল জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে ঝাড়গ্রাম বাদে বাকি চার জেলার একটি বা দু’টি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও মোটামুটি একই চিত্র দেখা যাবে।