আবার উদ্ধার কিং কোবরা সাপ

জঙ্গল কেটে তৈরি হচ্ছে আবাসন, বাড়ছে রিসোর্টের সংখ্যা,ডুয়ার্স জুড়ে বিপন্ন জীববৈচিত্র্য। লোকালয়ে অবাধ বিচরণ কিং কোবড়ার। আবারও কিংকোবড়া সাপ উদ্ধার।দুদিন আগে নাগ্রাকাটা ব্লকের একটি বাড়ি থেকে ১২ ফুটের কিংকোবড়া উদ্ধার করে বন দপ্তর। আর এবার গরুবাথান ব্লকের মিশোন হিল চা বাগান থেকে উদ্ধার ১১ ফিটের কিংকোবড়া। এদিন চাবাগানের নালার মধ্যে শ্রমিকেরা কাজ করার সময় এই সাপটি দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেয়। এরপর ঘটনা স্থলে গরুবাথান বন দপ্তর গিয়ে সাপটিকে রেসকিউ করে। সাপটিকে প্রথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেয় বন কর্মীরা। বন কর্মীদের অনুমান নিকটবর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকেই সাপটি এসেছিলো এলাকায়। সেই কারনে ভুট্টাবাড়ি জঙ্গলেই ছেড়ে দেওয়া হয় কিংকোবড়া সাপটিকে। যদিও বার বার কিং কোবড়া সাপ বা বন্য প্রাণের লোকালয়ে চলে আসার বিষয়টিকে কোনো বিক্ষিপ্ত ঘটনা না বলেই মনে করছেন পরিবেশপ্রেমী থেকে গবেষকেরা। কারন, এক শ্রেণীর মানুষ আর্থিক মুনাফার স্বার্থে জঙ্গল লাগোয়া জমিতে বহুতল আবাসন যেমন নির্মান করছে, পাশপাশি জঙ্গলের ঘনত্ব ক্রমশ কমে যাওয়ায় ব্যাপক প্রভাব পরেছে জীববৈচিত্র্য, যে কারনে কিং কোবড়ার মতো অতি বিষাক্ত সাপ ও তার অবস্থান বদল করছে অন্যান্য বন্য প্রাণের মতোই।