ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সুস্থতার হার

এই মুহূর্তে বেশ অনেকটা স্বস্তি মিলছে রাজ্যের সংক্রমনের সংখ্যায়। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.১৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৯ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৭৫২ জন।

অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৯২ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লক্ষ ০২ হাজার ৬০৭ নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে আজই দীর্ঘ ৭১৫ দিন পর আজ ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নীচে নেমেছে। অন্যদিকে, দৈনিক মৃত্যুও কমেছে অনেক। সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা নিয়ে স্বস্তিতে রয়েছে দেশ। ইতিমধ্যে দেশে কোভিড বিধি প্রায় প্রত্যাহার করা হয়েছে এবং অনেকে রাজ্যে মাস্ক ব্যবহারেও শিথিলতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, দেশ পুরোপুরি সুস্থ হওয়ার পথেই। আইসিএমআর আবার ভেবেছে, দেশের সকলকে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে। কিন্তু তা কবে থেকে তা নির্ধারণ করা হয়নি। এখন দেশে ১২ বছর বয়সীদের থেকেই টিকাকরণ চলছে। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ষাটোর্ধ্বদের।