বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার লোকসভা ভোটের আগে একজোটে ৩০ জন তৃণমূল নেতাকে তলব করল সিবিআই।
সূত্রের খবব, ৩ বছর আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ বেজ সহ আরও ৩০ জন নেতা, কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই।
সূত্র মারফত জানা গিয়েছে, দুদফায় ৩০ জনকে ডেকে পাঠানো হয়। প্রথম দফার নোটিসে ১৩ জন ও দ্বিতীয় নোটিসে ১৭ জনকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় তারা কেউই হাজিরা দিতে পারবেন না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেয়।