বড় চমক বিজেপির

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক বিজেপির। আসানসোলের ভূমিপুত্র সুরিন্দর ২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট জয়ী হয়েছিলেন।

উনিশের ভোটে তাঁকে সেই কেন্দ্র থেকে দাঁড় করায়নি পদ্ম-শিবির। শোনা গিয়েছিল, সুরিন্দর সেবার আসানসোল থেকে দাঁড়াতে চেয়েছিলেন। তবে সাংসদ বাবুল সুপ্রিয়কে সরাতে চায়নি গেরুয়া শিবির। শেষ অবধি সুরিন্দরকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে দাঁড় করানো হয়।

চব্বিশের লোকসভা নির্বাচনেও আসানসোল কেন্দ্রে বিজেপি প্রথমে পবন সিংকে দাঁড় করিয়েছিল। তবে তিনি সরে দাঁড়ানোয় দলের দীর্ঘদিনের নেতা সুরিন্দরকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের শাসক দল। একাধারে তিনি যেমন আসানসোলের ভূমিপুত্র, তেমনই রাজনীতির দুনিয়ায় যথেষ্ট অভিজ্ঞ। প্রবীণ এই রাজনীতিবিদের হাত ধরে আসানসোলে পদ্ম ফোটে কিনা সেটাই এবার দেখার।