সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবারে বদলাতে চলেছে আর জি কর মামলার বিচারপতি। গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহ।
ধর্ষণ করে খুণ করা হয়েছিল আর জি করে ডিউটিতে থাকা ওই তরুণী চিকিৎসককে। যা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। এতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। এদিকে আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়।
অবসরের আগে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আগামী ৫ নভেম্বর আর জি কর মামলার শুনানি রয়েছে। সেটাই প্রধান বিচারপতির এজলাসে শেষ শুনানি। এরপর তার উত্তরসূরি হিসাবে দায়িত্ব নেবেন বিচারপতি সঞ্জীব খন্না। তবে তিনি মাত্র ছয় মাস প্রধান বিচারপতির পদে দায়িত্বে থাকবেন।