নিজের মুক্তি চেয়ে সরব হলেন পার্থ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারি মামলায় একটা বছর পেরিয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন।

এবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে বেরোনোর সময় ‘নির্দোষ’ দাবি করে পার্থ বলেন, ‘‘আমি চাই আমার মুক্তি। অবিলম্বে জেল থেকে বেরোতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ আবেদন করব, নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার আমি সেটা চাই।’’

সমগ্র বিচার প্রক্রিয়ার ওপর আঙ্গুল তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘বিনা বিচারে একবছর হয়ে গেল। আমাকে এক বছর ধরে জোর করে আটকে রেখেছে। কে কী বলল, তাতে আমার যায় আসে না।’ অন্যদিকে পার্থ নাকি ঘনিষ্ঠমহলে দাবি করেছেন এই দুর্নীতিতে জড়িত অনেকেই জেলের বাইরে রয়েছেন। যদিও কারও নাম নিতে চাননি তিনি।