এবার দুর্ঘটনা উত্তরবঙ্গে, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এই পরিস্থিতিতে এবার আমাদের রাজ্যে দুর্ঘটনার সম্মুখীন হল আরও একটি দূরপাল্লার ট্রেন। তবে এদিনের এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে লোহিত এক্সপ্রেস। ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে জম্মু তাওয়ায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই সফর কালেই ডালখোলা স্টেশন এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ডালখোলার স্টেশন মাস্টার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। পাশাপাশি, কিভাবে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন আর বগির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কেন বারবার একের পর এক যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।