এবার মহানগরীর বুকে উদ্ধার চারশো সতেরো কোটি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ২০-২৫ কোটি নয়, কলকাতা-সহ তিন জায়গায় তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা গিয়েছে, ‘মহাদেব অ্যাপ’ নামক এক অনলাইন ব্যাটিং সংস্থার দপ্তরে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। এই সংস্থার সদর দপ্তর দুবাইয়ে। সেখানকার বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার হত। তদন্ত করতে গিয়ে হাওয়ালা যোগের তথ্য সামনে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে।

প্রতারণার অভিযোগের তদন্তে কলকাতা, মুম্বই, ভোপালে একযোগে তল্লাশি চালায় ইডি। জানা যাচ্ছে, এই সংস্থার আবার ফ্রাঞ্চাইজি ছিল। তাদের আবার কমিশনের ভিত্তিতে রাখা হয়েছিল। সেই ফ্রাঞ্চাইজিগুলিই মূলত মেট্রো শহরগুলিতে জাল বিস্তার করত।