বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই গত ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে ছিল তৃণমূলের ধর্না কর্মসূচী।
এই পরিস্থিতিতেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ‘কেন্দ্রীয় বঞ্চনা’র প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু বলেন, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। শুভেন্দু জানান পুজো মিটলেই এইরকম ১ লক্ষ মানুষকে কলকাতায় নিয়ে আসবেন।
শুভেন্দু বলেন, ‘‘আমি তাঁকে (সুকান্ত) বলব এটা নিয়ে ভাবতে।’’ এর পরেই তার আরোও সংযোজন, ‘‘আমি চাইব, কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন।’’ জ্যোতি তাতে সম্মতি দেন। তিনি বলেন, ‘‘আমি ঝাঁসির রানির দেশের মেয়ে। আমি পালিয়ে যাওয়ার পাত্রী নই।’’