দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণের মাত্রা বাড়ছে প্রতিনিয়ত। এবার এই দূষণের মাত্রাও নিয়ন্ত্রণে আনতে এলো নয়া নির্দেশ। আগামী ৬ মাসের মধ্যে বাতিল হবে ১৫ বছরের পুরনো গাড়ি। ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে গ্রীন ট্রাইব্যুনাল। দূষণ নিয়ন্ত্রণের জন্য এই দুই জেলায় চলবে বিএস৬ গাড়ি, বাতিল হচ্ছে বিএস৪। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুদূষণের পাশাপাশি শব্দদূষণ রোধ করতেও পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শব্দদূষণ রুখতে ব্যবহার করতে হবে ‘সাউন্ড লিমিটার’। ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করতে হবে।

এর আগেও এই ইস্যুতে একাধিক নির্দেশ এসেছিল কিন্তু দাবি করা হয়েছে সেই নির্দেশ সময় মতো পালন করা হয়নি। বলা হয়েছে, রাজ্য সরকারের প্রয়াস যথেষ্ট ছিল না। তাই এবার কড়া নির্দেশ দিয়েই আগামী ৬ মাসের মধ্যে ফল চাইছে গ্রীন ট্রাইব্যুনাল।