দেশে বুলেট ট্রেন চালুর জন্য অপেক্ষা আরও পাঁচ বছরের

পূর্ব পরিকল্পনা মতোই দেশে দ্রুতগতির বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, দেশে বুলেট ট্রেন চলাচল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। কারণ মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত প্রস্তাবিত বুলেট ট্রেনের প্রকল্পের বাস্তবায়ন হতে এখনও অনেকটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন চলাচল ২০২৮ সালের পরেও বিলম্বিত হতে পারে। কারণ, সর্বশেষ রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাত্র ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আধিকারিকরা জানিয়েছেন যে, বুলেট ট্রেন প্রকল্পের প্রথম ট্রায়াল রানটি সুরাট-বিলিমোরার মধ্যে ২০২৬ সালের আগস্ট মাসে সম্পন্ন হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এদিকে, টানেলের নির্মাণ কাজ শেষ হতে প্রায় ৫ বছর সময় লাগবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে, প্রায় ১,০৮,০০০ কোটি টাকা ব্যয় নির্মিত দেশের প্রথম মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প বা বুলেট ট্রেন ৫০৮ কিমি দূরত্ব অতিক্রম করবে। মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে এবং মুম্বাই-আহমেদাবাদের মধ্যেকার দূরত্ব মাত্র ১২৭ মিনিটে সম্পন্ন করা যাবে বলেও জানা গিয়েছে।