রাজ্যে হুঁ হুঁ করে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও৷ রাজ্যের ৬৯.২ শতাংশ শিশুই আক্রান্ত ওমিক্রনে৷ প্রতিদিন যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তখন ১২ উর্ধ্ব কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পেতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কেন্দ্রের কাছে দরবার করার অনুরোধ জানিয়েছেন কলকাতার মেয়র৷
কোভিড সংক্রমণ রুখতে ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়ার সপক্ষে সওয়াল করেছেন মেয়র৷ তিনি বলেন, “বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু) ১২ ঊর্ধ্বদের টিকাকরণের অনুমতি দিয়েছে। তাহলে কেন ১৫ বছর থেকে টিকা দেওয়ার অনুমতি দিল কেন্দ্র? পৃথিবীর বিভিন্ন দেশে ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ প্রায় সম্পূর্ণ৷ কিশোর-কিশোরীদেরও টিকাকরণ চলছে। তা হলে আমরা পিছিয়ে থাকব কেন? কেন্দ্র অনুমতি দিলে কলকাতা পুরসভা অবিলম্বে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু করতেই প্রস্তুত৷
এদিন মেয়র বলেন, “প্রাপ্তবয়স্কদের করোনার টিকাকরণে আমারা দেশের মধ্যে সেরা৷ এখন ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ চলছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে এবার আমরা ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিডের টিকা দিতে চাই। পুরসভার কাছে পরিকাঠামো রয়েছে৷ কেন্দ্রীয় সরকার টিকার যোগান দিলেই ১২ ঊর্ধ্বদেরও কোভিড টিকা দিতে শুরু করব আমরা।” এদিকে ওমিক্রন নিয়ে চিকিৎসকদের আশ্বাস, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ভয়ঙ্কর হলেও এর মারণ ক্ষমতা অনেকটাই কম। তাই অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে সর্বদাই সাবধানতা অবলম্বন করে সতর্ক থাকতে হবে।