দেশ জুড়ে নিজেদের শক্তি বিস্তার করতে চায় রাজ্যের শাসক শিবির

একুশে বিধানসভা নির্বাচনে অভাবনীয় সংখ্যায় জয়ী হয়ে ফেরে রাজ্যের শাসক দল৷ এর পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ত্রিপুরা দখল৷ কিন্তু এবার শুধু ত্রিপুরা দখলই নয় সারা দেশে নিজেদের শাখা বিস্তারই তাদের একমাত্র লক্ষ্য৷ ইতিমধ্যেই সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল৷ আর সেই লক্ষে এবার তৃণমূলের লক্ষ্য ‘মিশন গোয়া’৷ আগামী বছর ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়ায় বিধানসভা ভোট৷ ৪০ আসনের বিধানসভায় ক্ষমতায় দখলের দৌড়ে সামিল হতে চলেছে তৃণমূল কংগ্রেস৷

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, যে রাজ্যে যাবেন, সেখানে দুই একটি আসনে জেতা তাঁদের লক্ষ্য নয়৷ যাবেন সরকার গঠনে বড় ভূমিকা পালন করতে৷ ইতিমধ্যে ত্রিপুরায় সেই কাজ শুরু হয়ে দিয়েছে তৃণমূল৷ নিয়মিত সে রাজ্যে পা রাখছেন তৃণমূল নেতৃত্বরা৷ ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে ত্রিপুরায় দলের সংগঠন৷ এবার সেই একই কাজ তাঁরা করতে চলেছেন পশ্চিমি রাজ্য গোয়ায়৷ ২০১৭ সালে গোয়ায় ১৭টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস৷

জানা গিয়েছে তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক  লুইজিনহো ফালেরিও৷ জাতীয় রাজনীতিতেও তিনি অতি পরিচিত নাম৷ ২০১৩ সাল থেকে তিনি জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন৷ এক সময় উত্তর-পূর্বের সাত রাজ্যের দায়িত্বেও ছিলেন এই ফালেরিও৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিলে উত্তর-পূর্ব ও গোয়া, দু’দিকেই লাভবান হবে দল৷ খুব সহজেই তারা বুঝে নিতে পারবে গোয়ার স্রোত৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই সাগর পাড়ের এই ক্ষুদ্র রাজ্যের রাজনৈতিক স্পন্দন বুঝতে সেখানে ঘাঁটি গেড়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর৷ 

Leave a Reply