কোভিড বিধি মেনে সাধারণের জন্য খোলা হলো পুরির মন্দির

কড়া নিধিনিষেধের ফলে বেশ কিছুটা আয়ত্তে এসছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে করোনা স্ফীতি কিছুটা কমতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরী ও তারাপীঠ মন্দিরের দরজা৷ আজ থেকে খুলল জগন্নাথ মন্দির ও বীরভূমের তারাপীঠ৷ পুরোপুরি তুলে দেওয়া হল করোনা বিধি৷ মঙ্গলবার থেকে স্বাভাবিক ভাবেই মন্দিরে আসতে পারবেন ভক্তরা৷  করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দীর্ঘ দিন বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দরজা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই খুলে দেওয়া হয় তারাপীঠ মন্দির। দীর্ঘ ১ মাস পর বিগ্রহ দর্শনের সুযোগ পান ভক্তরা। তবে মন্দিরে ঢুকতে গেলে নামতে হচ্ছিল একাধিক শর্ত। করোনাবিধি মেনেই চলছিল মন্দির৷ তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আরও একবার মন্দির বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের মিলবে তারা মায়ের দর্শন৷ 

অন্যদিকে, আজ থেকে খুলে দেওয়া হল পুরীর মন্দিরও৷ তবে করোনা বিধি মেনেই ভক্তদের মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ শুক্রবার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন পুরীর কালেক্টর এবং জেলার পুলিশ সুপার৷ ওই বৈঠকের পরেই মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সম্মতি জানায় রাজ্য প্রশাসন৷ ঠিক হয়েছে, সপ্তাহে ছয় দিন ভক্তদের জন্য মন্দির খোলা থাকবে৷ কোভিড বিধি মেনে পুর্ন্যার্থীরা মন্দিরে ঢুকতে পারবেন৷ মন্দিরে ঢোকার জন্য দেখাতে হবে টিকার সংশাপত্র৷ রবিবার মন্দির বন্ধ রাখা হবে৷ ওই দিন চলবে স্যানিটাইজেশনের কাজ৷  করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই করোনা আক্রান্ত হব মন্দিরের একাধিক সেবাইত৷ এর পরেই মন্দির বন্ধ করে দেওয়া হয়৷ অনির্দিষ্ট কালের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হলেও নিয়ম মেনে চলছিল প্রাত্যহিক পুজো৷ 

Leave a Reply