কোয়েলের থেকে সাবধান! কেন এমন মন্তব্য বাবা রঞ্জিতের

বরাবরই টলিপাড়ার বেশ পছন্দের অভিনেত্রী কোয়ল মল্লিক। স্টারকিড হলেও একের পর এক ছবিতে দক্ষ অভিনয়ের জেরে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ভক্তরা বারবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। তবে বিয়ের পর খানকিটা কাজ কমিয়ে দিয়েছেন কোয়েল। সম্প্রতি কোয়েল মল্লিককে মিতিন মাসি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বরাবরই ভীষণ কথা বলতে পছন্দ করেন কোয়েল। তিনি সেটের সকলকে নিয়ে হুল্লোরে মেতে থাকেন।

কেন তাঁর কাছাকাছি থাকতে কীসের ভয়? অপুর সংসার টক শোয়ে এসেছিলেন তিনি একবার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে। সেখানেই কথা প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় বলে ওঠেন, কোয়েল আবার খামচাচ্ছে। ওর পাশে বসার কোনও উপায় নেই। কোয়েলের থেকে দূরে থাকাই ভাল। শুনে আবারও কোয়েল হাসতে হাসতে খামচাতে যান তাঁর বাবা রঞ্জিত মল্লিককে। আর ঠিক এই কারণেই কোয়েল মল্লিকের কাছে থেকে দূরে থাকেন সকলে।

যদিও  কোয়েল মল্লিক  তার প্রতিবাদ করলেন না। এমন কি অভিনয়ের ক্ষেত্রেও তা বারবার ফুটে ওঠে। পর্দায় কোনও মজার দৃশ্য থাকলেও কোয়েল খামচে ওঠেন। প্রসঙ্গত, কোয়েল এখন ছবি করতে। তবে ছবির প্রস্তাব এলেই তা গ্রহণ করছেন না অভিনেত্রী। সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা সময় নিচ্ছে টলিপাড়ার মিতিন মাসি।