চলছে উৎসবের মরশুম, মাঝে বাকি আর কদিন তার পরেই দীপাবলী৷ আসন্ন দীপাবলীর আগে ফের ধাক্কা মধ্যবিত্তের পকেটে৷ ফের দাম বাড়ছে দুধের। দাম বাড়াচ্ছে দেশের অন্যতম দুধ প্রস্তুতকারী সংস্থা আমুল৷ প্রতি লিটার ফুল ক্রিম দুধের প্যাকেটে বাড়ছে ২টাকা৷ ফলে এতদিন এক লিটার দুধের যে প্যাকেট ৬১ টাকায় পাওয়া যেত, সেই প্যাকেট এবার থেকে মিলবে ৬৩ টাকায়।
উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে তিন বার দুধের দাম বাড়াল আমুল৷ গত অগাস্ট মাসে শেষবার দাম বাড়ানো হয়৷ তারও আগে মার্চ মাসে দুধের দাম বাড়িয়েছিল সংস্থা। অগাস্ট মাসেও প্রতি লিটার আমুল দুধের দাম ২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। আমুলের পথে হেঁটে একই ভাবে দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। তিনবার মূল্য বৃদ্ধির জেরে গত ১০ মাসে লিটার প্রতি দুধের দাম বাড়ল প্রায় ৬ টাকা। অর্থাৎ ৫৭ টাকা থেকে বেড়ে এক লিটার দুধের দাম দাঁড়াল ৬৩ টাকা৷