স্বস্তি দিয়ে কম হলো সংক্রমণের সংখ্যা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। সংক্রমণ ওঠা-নামা করতে করতে ২০০-৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল বঙ্গে। তবে আজ গতকালের তুলনায় সংক্রমণ কমেছে যা একটা স্বস্তি দিচ্ছে সকলকে। আপাতত মোট সংক্রমণ প্রায় ৩১ হাজার।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৬৬ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ৬৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৫৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৩ হাজার ৭৫৩ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮১১ টি এবং বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৪৪ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

তবে ডেঙ্গি যেন করোনার থেকেও ভয় বাড়িয়েছে বঙ্গে। তথ্য বলছে, শেষ ৭ দিনে বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছুঁয়েছে। মোট সংক্রমণ প্রায় ৩১ হাজার! বাংলায় সবথেকে বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিল ২০১৯ সালে। এখন আশঙ্কা, আগামী সপ্তাহেই সেই রেকর্ড টপকে যাবে পশ্চিমবঙ্গ। কারণ ২০১৯ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩১ হাজার ৭৪৩। আর ২০২২ সালে এখনই বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭৭৩।