মুখ্যমন্ত্রীর চোট পাওয়ায় সহানুভূতি দেখালেন বিরোধী দল নেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় আহত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান দলনেত্রী।

পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে নামানো হয় কপ্টার। সেই সময়ই কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। গতকালই কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে।

ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই চোট পাওয়ার বিষয়ে কী বললেন বিরোধী দলনেতা? ‘মুখ্যমন্ত্রী সুস্থ ভাবে ফিরে এসেছেন, রাজ্যবাসী হিসেবে এটা আমাদের জন্য সুখবর।’ কপ্টার দুর্ঘটনা নিয়ে ঠিক এই কথাই শোনা গেল নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখে।