প্রকাশিত নয়া রেপো রেট, ভোটের মুখে স্বস্তি আমজনতার

রিজার্ভ ব্যাঙ্ক ভোটের মুখে আর বাড়ালো না রেপো রেট। আবার আমজনতাকে সুবিধা দিতে সুদের হার কমানোও হল না।আগামী ত্রৈমাসিকেও রেপো রেট অপরিবর্তিত থাকবে বলে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটির পলিসি কমিটির বৈঠক শেষে জানানো হল। এ নিয়ে টানা সাতবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ আগামী তিন মাসের জন্য ৬.৫ শতাংশ রেপো রেট অপরিবর্তিত থাকছে । মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে রিজার্ভ ব্যাঙ্ক গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে। ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্টে বেড়েছে রেপো রেট। কিন্তু অর্থবর্ষ ২০২৩-২৪-এ একবারও রেপো রেট বাড়ানো হয়নি।রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল ।

২০২২ সালে রেপো রেট ক্রমাগত বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে  সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছিল। তাই মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও ক্রমে বাড়ছিল। গত বছর থেকে অবশ্য সেক্ষেত্রে  খানিকটা বিরাম মিলেছে। অর্থনীতিবিদদের একাংশের ধারণা ছিল, ভোটের মুখে আমজনতাকে স্বস্তি দিতে সুদের হার কমানো হতে পারে।কিন্তু শীর্ষ ব্যাঙ্ক সে পথেও হাঁটল না ।

এদিন মানিটারি কমিটির বৈঠকের পর গভর্নর শক্তিকান্ত দাস জানান, দেশের বৃদ্ধির হার পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। মুদ্রাস্ফীতির হারেও মিলেছে ব্যাপক স্বস্তি । আগে যেখানে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৭ শতাংশ, সেটা এবার কমে দাঁড়িয়েছে ৫.১ শতাংশ। সার্বিকভাবে বলা যায় দ্রুত গতিতে এগোচ্ছে দেশ। সম্ভবত সেকারণেই রেপো রেটে পরিবর্তন করে বাজারের সাম্য নষ্ট করতে চায়নি শীর্ষ ব্যাঙ্ক।