বিরোধী জোটের নাম নিয়ে চলছে বিতর্ক

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এক হয়ে একটি জোট শক্তি গড়ে। সেটির নাম দেওয়া হয় ‘Indian National Developmental Inclusive Alliance’ সংক্ষেপে দাঁড়ায় I.N.D.I.A।

বর্তমানে দেশের নাম বদল নিয়ে তুঙ্গে বিতর্ক চলছে। এই নিয়ে বিজেপির তরফ থেকে নানান অভিযোগও তোলা হয়েছিল। এমনকি কয়েকটি থানায় FIR ও দায়ের হয়েছে। ভারতে এই প্রথম দেশের নাম নিয়ে কোনও জোট তৈরি হল। বিজেপির একাধিক নেতা, মুখ্যমন্ত্রী দাবি করেন যে, ইন্ডিয়া নাম ইংরেজদের দেওয়া, তাই তাঁরা চায় দেশের নাম ভারত হোক।

কিন্তু বিজেপি বা কেন্দ্র সরকার ক্ষমতায় থেকে যেমন দেশের নাম ইন্ডিয়া থেকে ভারতে বদলে ফেলতে চাইছে! কারণ গেরুয়াতে আপত্তি শুধু মমতার একারই নয়, INDIA জোটের ৯৯% দলেরই রয়েছে। সেই কারণে দেশের জনগণের মনে এই আশঙ্কা জেগে ওঠাও স্বাভাবিক।