ঘোষিত হলো রাজ্যের নতুন নির্বাচন কমিশনারের নাম

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নতুন করে আবার সূত্রপাত ঘটেছিলো রাজ্য ও রাজ্যপাল সংঘাতের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল ও রাজভবন নিয়ে সংঘাত লেগেই রয়েছে। এবার জল্পনা সত্যি করে পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রাজীব সিনহা।

তাঁর নাম আগেই সুপারিশ করেছিল রাজ্য সরকার। দীর্ঘদিন তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতদিনে সেই নামেই সিলমোহর দিল রাজভবন। নবান্নে সেই ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরই মধ্যে নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৮ মে-র পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না। কবে নতুন রাজ্য নির্বাচন কমিশনার, আসবেন, তা নিয়েও উঠছিল প্রশ্ন। সেই নিয়ে রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাতও দেখা দেয়। যদিও রাজ্যপাল জানান, সঠিক সময়ই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।